ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিভারপুলকেও রুখে দিল এভারটন

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ অক্টোবর ২০২০

লিভারপুলকেও রুখে দিল এভারটন

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে এবার উড়ন্ত সূচনা করেছে এভারটন। শনিবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হয়েছিল তারা। এই ম্যাচেও অসাধারণ খেলে লিভারপুলের সঙ্গে ২-২ ব্যবধানে নাটকীয়ভাবে ড্র করেছে এভারটন। অথচ ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই প্রথম এগিয়ে যায় লিভারপুল। দারুণ এক গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সাদিও মানে। তবে ১৯ মিনিটেই মাইকেল কিয়ানের গোলে সমতায় ফিরে এভারটন। যার ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে আবারও এগিয়ে যায় সফরকারীরা। জার্গেন ক্লপের দলকে এবার এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৮১ মিনিটে কালভার্ট লেউইন গোল করে আবারও এভারটনকে সমতায় ফেরান। সেইসঙ্গে নতুন এক রেকর্ডও গড়েন তিনি। প্রিমিয়ার লীগের ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই গোল করার রেকর্ড গড়েন লেউইন। ম্যাচের ৯২ মিনিটে গোল পেয়েছিলেন লিভারপুলের জর্ডান হেন্ডারসন। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ার উৎসব করবে ভেবেছিল অলরেডরা। কিন্তু দুর্ভাগ্য। সাদিও মানের অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোল। ফলে সমতায় শেষ হয় দুই দলের রোমাঞ্চকর ম্যাচটা। তার আগে থিয়াগোকে মারাত্মক ট্যাকল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন রিচার্লিসন। এদিকে পল পগবার সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত ওল্ডট্র্যাফোর্ডেই থাকছেন ফরাসী মিডফিল্ডার। চলতি মৌসুমের শেষে তার সঙ্গে ইউনাইটেডের চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল ইউনাইটেড ছাড়ার। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউনাইটেডেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
×