ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকসই বেড়িবাঁধ দাবি

প্রকাশিত: ২১:১৫, ১৭ অক্টোবর ২০২০

টেকসই বেড়িবাঁধ দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছে ৫ মাস ধরে পানিবন্দী সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের উপকূলের শিশু কিশোর ও শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ৮টায় হরিষখালি ভাঙন কবলিত এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০ মে ঘূর্ণিঝড় আমফানে বেড়িবাঁধ ভেঙ্গে বিধ্বস্ত ইউনিয়নের তিনটি পয়েন্ট দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়নি। বাঁধভাঙ্গা পানিতে ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার পানিবন্দী জীবন কাটাচ্ছে। উপকূলের মানুষের একটাই দাবি টেকসই বেড়িবাঁধ। মানববন্ধনে অংশ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা আল-আমিন বলেন, নদী ভাঙ্গন উপকূলের মানুষের কাছে একটি আতঙ্কের নাম। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি ও ব্যর্থতা এই অবস্থার জন্য দায়ী উল্লেখ করে বক্তারা বলেন, ভাঙ্গনের এই অবস্থা চলতে থাকলে এই অঞ্চল একদিন নদী বিলীন হয়ে যাবে।
×