ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তালেবান হামলা নস্যাত করল আফগান বাহিনী

প্রকাশিত: ২০:১৫, ১৭ অক্টোবর ২০২০

তালেবান হামলা নস্যাত করল আফগান বাহিনী

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগড় দখলের তালেবানদের চেষ্টা নস্যাত করে দিয়েছে দেশটির সরকারী বাহিনী। এ বছর মার্কিন বাহিনীর সঙ্গে একটি শান্তি চুক্তি হওয়ার পর তালেবানদের দ্বারা এই প্রথম বড় কোন আক্রমণ সংগঠিত হলো। হেজইস-ই-মোহাম্মদ গ্রুপের জঙ্গীদের বিশাল দল হেলমান্দে হামলা চালানোর আগে তালেবান শিবিরে জড়ো হয়। এরপর গ্রুপটির কয়েক শ’ জঙ্গীকে তালেবানদের সহযোগিতায় আফগান সিকিউরিটি ফোর্সকে আক্রমণ করতে দেখা যায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবানদের সন্ত্রাসী শিবিরে জইস-ই-মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে, তালেবানরা ব্যর্থ হওয়ায় হেলমান্দ একটি টার্নিং পয়েন্ট হবে। -ডন
×