ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ০০:১০, ১২ অক্টোবর ২০২০

পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন আইন সংশোধনসহ নয় দফা দাবিতে সারা দেশব্যাপী ডাকা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সড়ক পরিবহন আইন সংশোধনসহ নয় দফা দাবিতে সারাদেশে ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। বৈঠক শেষে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও সভার সভাপতির মাধ্যমে নৌপরিবহন প্রতিমন্ত্রী ১৫ দিন সময় নিয়েছেন। আমরা ১৫ দিনের জন্য সারাদেশে ধর্মঘট স্থগিত করলাম। ১৫ দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের শাজাহান ভাই আছেন- তাদের বলে যেই সিদ্ধান্ত ভাল হয় সেভাবে...আমরা কর্মসূচী স্থগিত করলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করেন।
×