ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাজ ছেড়ে যেতে বাধা দেয়ায় বন্ধু খুন, গ্রেফতার ১

প্রকাশিত: ০০:৪৫, ৮ অক্টোবর ২০২০

কাজ ছেড়ে যেতে বাধা দেয়ায় বন্ধু খুন, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কাজ ছেড়ে চলে যেতে বাধা দেয়ায় বন্ধুকে খুন করেছে তার সহকর্মী এক শ্রমিক। চাঞ্চল্যকর খুনের এ ঘটনায় নিহতের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান। গ্রেফতারকৃতের নাম নুর জামাল মাতুব্বর (২১)। সে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বড়পাল্লা আব্দুল্লাহবাদ এলাকার মজিবর মাতুব্বরের ছেলে। গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গত ২১ জানুয়ারি গাজীপুর মহানগরীর ইস্পাহানি ফুড লিঃ কোম্পানির নব নির্মিত ফ্যাক্টরি বিল্ডিং-৩ এর নিচ তলার কক্ষ থেকে মাইন উদ্দিন (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাইন উদ্দিন ফরিদপুর জেলা সদর থানার ইব্রাহিম মুন্সিকান্দি এলাকার ইউসুফ শেখের ছেলে। চাঞ্চল্যকর এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিহতের বন্ধু নুর জামাল মাতুব্বরকে ঘটনার প্রায় ৬ মাস পর মঙ্গলবার গভীর রাতে বরগুনা জেলার বেতাগী এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। এসময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃত জামাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
×