জনকণ্ঠ ডেস্ক ॥ ইথিওপিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নজরুল ইসলামকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম। তিনি বর্তমান রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেয়ার পর ১৫তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। এরপর থেকে পেশাদার কূটনীতিক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রোম, কলকাতা, জেনেভার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ইথিওপিয়ায় নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম
প্রকাশিত: ০০:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২০
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: