ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এরদোগানের সহায়তা চায় ফিলিস্তিন

প্রকাশিত: ২৩:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

এরদোগানের সহায়তা চায় ফিলিস্তিন

ফিলিস্তিনী কর্তৃপক্ষ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সহায়তা চেয়েছে। সোমবার তুর্কী প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাস দেশটির অভ্যন্তরীণ সংহতি প্রচেষ্টা ও নির্বাচন পরিকল্পনায় সহতার বিষয়ে কথা বলেন। খবর আলজাজিরা অনলাইনের। টেলিফোনে ওই আলোচনার সময় মাহমুদ আব্বাস ফিলিস্তিনের নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে অনুরোধ জানান। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস ও ফাতাহর সঙ্গে নির্বাচন নিয়ে সাম্প্রতিক আলোচনার ব্যাপারে এরদোগানকে অবগত করেন।
×