ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তোপখানায় অনুমোদনহীন অক্সিমিটার ও এন ৯৫ মাস্ক উদ্ধার

প্রকাশিত: ১৭:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

তোপখানায় অনুমোদনহীন অক্সিমিটার ও এন ৯৫ মাস্ক উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর তোপখানা রোডের গফুর টাওয়ারে বিপুল পরিমাণ অনুমোদনহীন পালস অক্সিমিটার ও এন-৯৫ মাস্ক উদ্ধার করেছে র‍্যাব। এঘটনায় ১৪ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিএমএ ভবনের পাশের গফুর টাওয়ারের এ অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় ঔষধ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পলাশ বসু জানান, আমরা এখানে অভিযান পরিচালনা করতে এসে দেখি অনুমোদনহীন পালস অক্সিমিটার ও এন-৯৫ মাস্ক ভরে ফেলেছে দোকানগুলো। এগুলো রাজধানীসহ দেশে ছড়িয়ে পড়ছে। তাছাড়াও অনুমোদনহীন, অবৈধ ও মানহীন মেডিকেল সামগ্রী পাওয়া যায়। তাই ১৪টি দোকানকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×