ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

২০২১ হবে আরও বেশি চ্যালেঞ্জিং হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৫:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২০

২০২১ হবে আরও বেশি চ্যালেঞ্জিং হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ ২০২১ সাল আরও বেশি চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক বার্তায় শাহরিয়ার আলম এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় সব দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। রেকর্ড পরিমাণ দাবানল যুক্তরাষ্ট্র, সাইবেরিয়া, ব্রাজিলসহ পৃথিবীর আরও অনেক দেশে। এশিয়ার বন্যা এবার অনেক দীর্ঘস্থায়ী।’ এসব বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘২০২১ সাল আরও বেশি চ্যালেঞ্জিং হবে, এগুলো আগাম বার্তা তাই মানসিক প্রস্তুতি নিন। যুদ্ধটা প্রকৃতি ও নিজের সঙ্গে।’
×