ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের নয়া মানচিত্র পেশ ॥ ভারতের প্রতিবাদ

প্রকাশিত: ২৩:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২০

পাকিস্তানের নয়া মানচিত্র পেশ ॥ ভারতের প্রতিবাদ

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে’র বৈঠকে পাকিস্তান নতুন মানচিত্র প্রদর্শন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। এ ঘটনায় মঙ্গলবার সাংহাই এর সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) বৈঠক থেকে বেরিয়ে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের। ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তিতে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র করেছে পাকিস্তান। নতুন মানচিত্রে গুজরাটের জুনাগড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠকে পাকিস্তানকে ওই নতুন মানচিত্র পেশ না করার জন্য বারবার আবেদন করেছিলেন আমন্ত্রক দেশ রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু তা সত্ত্বেও ইসলামাবাদের প্রতিনিধি ইউসুফ ওই মানচিত্রটি উপস্থাপন করেন।
×