ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুশফিককে কাছে পেয়ে খুশি ইয়ামিন

প্রকাশিত: ২৩:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

মুশফিককে কাছে পেয়ে খুশি ইয়ামিন

স্পোর্টস রিপোর্টার ॥ পল্টন ময়দানে মায়ের সঙ্গে ছোট্ট ইয়ামিনের ক্রিকেট খেলার দৃশ্য গত কয়েক দিন ধরেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছেলের বোলিংয়ে মায়ের পেশাদারী ভঙ্গিতে করা ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। মা-ছেলের ক্রিকেট দৃষ্টি এড়ায়নি মুশফিকুর রহীমেরও। জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য তারকা গতকাল তাদের হাতে তুলে দিয়েছেন উপহার। বোরকা পরিহিত এক মা তার সন্তানের সঙ্গে ক্রিকেট খেলছেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, পাঞ্জাবি-পায়জামা পরিহিত ইয়ামিন বল নিয়ে এগিয়ে যাচ্ছে। অপর প্রান্তে ব্যাট করছেন তার মা। এই খেলার ছবিটাই সবার নজর কেড়েছে। কারণ ইয়ামিনের মা ঝর্ণা আক্তার বোরখা পরেই ছেলের সঙ্গে খেলছিলেন। তাদের খেলার এই দৃশ্যই চোখে পড়ে ফটোগ্রাফারের। ক্যামেরায় এমন দৃশ্য ধরার পর তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছোট্ট ছেলেটি বল ছুঁড়ছিল, সে রাজধানীর আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র। পুরো নাম ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মা ঝর্ণা আক্তারের সঙ্গেই অনুশীলনে নেমে পড়ে ১১ বছর বয়সী শেখ ইয়ামিন আহমেদ। তার স্বপ্ন বড় ক্রিকেটার হওয়ার। মা ঝর্ণা আক্তার সেই স্বপ্ন পূরণের পথে ছেলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি ছেলেকে পল্টন ময়দানে নিয়ে আসেন অনুশীলনের জন্য। তাদের অনুশীলনের ভিডিও ছড়িয়ে পড়লে মানুষ মুগ্ধ হয়। দুজনের ক্রিকেটপ্রেমের দারুণ মুহূর্তগুলো দেখে। মা ঝর্ণা আক্তারের ব্যাটিং, মাকে আউট করে ছেলে ইয়ামিনের উদযাপন ক্রিকেটপ্রেমীদের হৃদয়েই জায়গা করে মানুষের হৃদয়ে। মার প্রতি শ্রদ্ধা আর ছেলের জন্য ভালবাসা প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। মুশফিকও ইয়ামিনের প্রতি নিজের ভালবাসা উজাড় করে দিলেন বুধবার। বনানীর একটি মাঠে কিছুক্ষণ আড্ডায় মাতলেন এই ক্রিকেটপ্রেমী মা-সন্তানের সঙ্গে। ইয়ামিনের প্রিয় ক্রিকেটার মুশফিক। ভক্তের সঙ্গে আড্ডায় টাইগার ব্যাটসম্যান জবাব দিয়েছেন অনেক প্রশ্নের। উপহার দিয়েছেন সই করা একটি ব্যাট। উপহার তালিকায় ছিল বিশ্বকাপে তার ব্যবহৃত একটি গ্ল্যাভস আর একটি জার্সি। মা ঝর্ণা আক্তার দারুণ খুশি ছেলের একটা স্বপ্ন পূরণ হওয়ায়। তিনি জানিয়েছেন, ইয়ামিনের প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহীম। তার ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার। অবশেষে ইয়ামিন খুবই খুশি তার প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা হওয়ায়।
×