ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী বছর করোনার টিকা আশা করছে জার্মানি

প্রকাশিত: ২২:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

আগামী বছর করোনার টিকা আশা করছে জার্মানি

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মান সরকার আশা করছে আগামী বছরের শুরুর দিকে তারা একটি টিকা হাতে পাবে। আর ভারতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র করোনায় মৃতের সংখ্যা দুই লাখের মাইলফলক পার করেছে। এছাড়া বিশ্বব্যাপী বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৯৭৭ জন। মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৪২ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ১৬ লাখ ৮৮ হাজার ৩৪৩ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭২ লাখ ৫৯ হাজার ২৩১ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৯৪২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। জার্মান সরকার আশা করছে, আগামী বছরের শুরুর দিকে দেশটির মোট জনসংখ্যার কিছু অংশের জন্য একটি কোভিড-১৯ টিকা তারা হাতে পাবে। তিনটি প্রতিষ্ঠানকে সম্ভাব্য টিকা গবেষণা করার জন্য সরকার কর্তৃক ভর্তুকি দেয়ার ঘোষণাও এসেছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান ও গবেষণামন্ত্রী আনজা কার্লিজেক বার্লিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ও গবেষণামন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছরে টিকা প্রস্তুত হয়ে যাবে। তিনটি প্রতিষ্ঠান সরকারী ভর্তুকি পাচ্ছে। তবে দুই মন্ত্রী সতর্ক করেছেন, কোন ঝুঁকিপূর্ণ সংক্ষিপ্ত পথ বেছে নেয়া যাবে না। দেশটির অধিকাংশ মানুষের কাছে আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে টিকা পৌঁছাবে না। স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান বলেন, আমরা নিরাপদ ও কার্যকর টিকা চাই। এ জন্য সবার প্রথম হতে হবে এমন কথা নেই। গবেষণামন্ত্রী আনজা কার্লিজেক বলেন, এ মুহূর্তে আমাদের কাছে নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জার্মানির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, দেশটি টিকা গবেষণার জন্য যে ৮৯ কোটি মার্কিন ডলার বিশেষ গবেষণা তহবিল রেখেছে, তা মূলত বায়োএনটেক, কিউরভ্যাক ও আইডিটি বায়োলজিকা নামের তিনটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। ভারতে আরও ১২৯০ মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০ হাজার ১২৩ জন রোগী শনাক্ত হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাতে দক্ষিণ এশিয়ার এই দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। গত একদিনে এক হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে সেখানে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল ॥ গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে। করোনা মহামারীর কারণে বিশ্বে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।
×