ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইতির রাজধানী দখলে নিয়েছে বিক্ষুব্ধ পুলিশ

প্রকাশিত: ১২:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২০

হাইতির রাজধানী দখলে নিয়েছে বিক্ষুব্ধ পুলিশ

অনলাইন ডেস্ক ॥ আফ্রিকার দেশ হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্স দখলে নিয়েছে প্রতিবাদী পুলিশ ও তাদের সমর্থকরা। খবর এএফপির। গতকাল বিক্ষোভ শুরু করেছে। তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নিজেদের পরিচয় লুকানোর জন্য সবাই মুখে কাপড় ও সানগ্লাস পরে আছে। পুলিশ সদস্যরা তাদের মোটর সাইকেল ও গাড়ি নিয়ে শহরের মধ্যে টহল দিচ্ছে। ফাঁকা গুলি ছুড়ছে। মূলত বেতন বৃদ্ধি ও সহকর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করছে তারা। মে মাসে খুন, অগ্নিসংযোগ ও জনগনের সম্পদ নষ্ট করার অপরাধে মাদক স্কোয়াডের পুলিশদের আটক কর হয়। সেই থেকে এখনো তারা বন্দি অবস্থায় আছেন। বিক্ষোভের কারণে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে। মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরজ করছে। পুলিশ বাহিনীর এক সদস্য বলেছেন, ‘আমর ভালো জীবনযাপনের সুযোগ চাই। ভালো থাকতে চাই।’ ১ কোটি ১০ লাখ জনগনের নিরাপত্তার জন্য হাইতিতে ১৬ হাজার পুলিশ রয়েছে। ১৯৯৪ সালে হাইতির পুলিশ বাহিনী গঠন করা হয়।
×