ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুদানে ১৭ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হতে যাচ্ছে

প্রকাশিত: ২৩:৪১, ২ সেপ্টেম্বর ২০২০

সুদানে ১৭ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হতে যাচ্ছে

সুদান সরকার ও বিদ্রোহী কমান্ডাররা এক শান্তি চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। সোমবার এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছে তারা। ফলে দেশটিতে দীর্ঘ ১৭ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষরের বিষয়ে সমঝোতায় পৌঁছার পর বিদ্রোহী সংগঠন সুদান রেভুলিউশনারি ফ্রন্ট (এসআরএফ) তা উদযাপন করেছে। সুদানের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষর এখনও হয়নি, তবে এ ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিদ্রোহীরা যাতে খোলা মনে এগিয়ে আসে, সে সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বিদ্রোহীদের দুটি অংশ চুক্তি সংক্রান্ত ব্যাপারে তাদের অনীহা প্রকাশ করেছে। -খবর বিবিসি অনলাইনের। বন্যায় মৃত বেড়ে ৮৯ ॥ দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৯ জন এবং আহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। সোমবার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হতাহতের নতুন এ সংখ্যার কথা জানিয়েছে। দেশটির ওই সংস্থার এক বিবৃতিতে আরও বলা হয়, বন্যায় মোট ৩৭ হাজার ২৪৯টি ঘরবাড়ি এবং ১৫০টি সরকারী ভবন ধসে পড়েছে। সুদানে সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রবল বর্ষণ হয়ে থাকে এবং এতে দেশটিকে প্রতি বছর ব্যাপক বন্যা মোকাবেলা করতে হয়।
×