ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সহচর সৈয়দ আশরাফের কবরস্থান ভাঙ্গন থেকে রক্ষার দাবি

প্রকাশিত: ১৪:১১, ১৫ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর সহচর সৈয়দ আশরাফের কবরস্থান ভাঙ্গন থেকে রক্ষার দাবি

নিজস্ব সংবাদদাত, বাউফল ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক, মুক্তি যুদ্ধের সংগঠক, ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মরহুম সৈয়দ আশরাফ হোসেনের কবরস্থান তেঁতুলীয়া নদীর ভাঙ্গন থেকে রক্ষা দাবি জানিয়েছে ধুলিয়া ইউনিয়নের মানুষ। সৈয়দ আশরাফ হোসেন ৩ মে ২০০৮ সালে মারা যান। তাকে বাউফল উপজেলার ধুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক সময় তাঁর বাড়ি থেকে তেঁতুলিয়া নদীর দূরত্ব ২-৩ কিলোমিটার থাকলেও বর্তমানে বাড়িটি এই নদী থেকে কয়েক গজ দূরে রয়েছে। প্রমত্তা তেঁতুলিয়া যে ভাবে ভেঙ্গে চলছে তাতে সৈয়দ আশরাফের বাড়ি ও কবরস্থান আর অল্প দিনের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ধুলিয়া ইউনিয়নবাসী ও সৈয়দ আশরাফের পরিবারের পক্ষ থেকে তাঁর বাড়ি ও কবর স্থানটি রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, এই তেঁতুলিয়া নদীর ভাঙ্গনে গত ৫০ বছরে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, জনপথ, শিক্ষা প্রতিষ্ঠান, সহস্রাধিক বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছ। তবে ভাঙ্গন রোধে আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি।
×