ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রাজধানীর একটি বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০০:২১, ১৩ আগস্ট ২০২০

রাজধানীর একটি বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে। বুধবার গুলশান-১ এর ১৪০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে আতয়ী মারমা (১৭) নামের ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে গুলশান মডেল থানা পুলিশ। পরে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে, উদ্ধারকালে গৃহকর্মীর লাশ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। নিহতের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজারপাড়ায়। সে স্থানীয় আজা মারমার মেয়ে। ফোনে বাবার সঙ্গে তার মনোমালিন্য হয়। তারই জেরে ওই নারী সকালে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
×