ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবজি চাষে প্রণোদনা

প্রকাশিত: ২৩:৪৩, ১৩ আগস্ট ২০২০

সবজি চাষে প্রণোদনা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১২ আগস্ট ॥ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বন্যা উপদ্রুত জেলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণের জন্য প্রণোদনা দিয়েছে সরকার। বন্যাকবলিত রংপুর জেলার ১৮শ’ কৃষক ১৪ ধরনের বীজ প্রণোদনা পাবেন বলে কৃষিবিভাগ জানিয়েছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সরওয়ারুল আলম জানান, প্রণোদনা দেয়ার জন্য আমরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছি। জেলা প্রশাসক ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট উপজেলা ও ইউনিয়ন কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং করে বীজ বিতরণ করবে। তিনি বলেন, প্রণোদনা কর্মসূচীর আওতায় স্বল্পমেয়াদী সবজি হিসেবে লালশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, পুঁইশাক, পালংশাক ও পাটশাকের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। মধ্যমেয়াদী সবজি হিসেবে শসা, লাউ, মিষ্টিকুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিমের বীজ বিতরণ করা হবে। শিম বীজ স্বল্পকালীন এবং অন্যান্য বীজ হাইব্রিড হবে। ফরিদপুরে খাদ্য সহায়তা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ আগস্ট ॥ জাতীয় শোক দিবস পালনের কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে দুই হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ এই চারটি ইউনিয়নের বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। পরিবার প্রতি বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, চিনি ও লবণ। এছাড়া ছিল স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শামসুল হক, বর্তমান সহ-সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ প্রমুখ।
×