ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সপ্তম শ্রেণির পাঠ

প্রকাশিত: ০০:৪২, ৯ আগস্ট ২০২০

সপ্তম শ্রেণির পাঠ

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ ৪র্থ অধ্যায়ঃ ওয়ার্ড প্রসেসিং ১। ওয়ার্ড প্রসেসর দিয়ে কিছু লিখতে গেলে কেনটি বেশি প্রয়োজন? (ক) মাউস (খ) সফটওয়্যার (গ) কি-বোর্ড (ঘ) কাউন্সিল বোর্ড ২। কি-বোর্ড কী? (ক) ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস (খ) ওয়ার্ড প্রসেসরের প্রধান আউটপুট ডিভাইস (গ) ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্ট ডিভাইস (ঘ) সফটওয়্যার ডিভাইস ৩। ওয়ার্ড প্রসেসিংয়ে বাংলায় লেখালেখির জন্য আমাদের কী সম্পর্কে ধারণা থাকতে হবে? (ক) বাংলা সফটওয়্যার (খ) বাংলা কি-বোর্ড (গ) বাংলা লে-আউট (ঘ) বাংলা লিপি ৪। ইন্টারনেট বিভিন্ন মাধ্যমে বাংলা লেখার জন্য কী প্রয়োজন? (ক) সফটওয়্যার (খ) লেখনী (গ) সিস্টেম সফটওয়্যার (ঘ) গ্রাফিকস সফটওয়্যার ৫। নিচের কোনটি ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করা হয়? (ক) ওয়ার্ড প্রসেসর (খ) ওপেরা মিনি (গ) মজিলা ফায়ারফক্স (ঘ) ওয়ার্ড অ্যালাইন ৬। বাংলা ফ্রন্টসহ শহীদ লিপি সফটওয়্যার প্রবর্তিত হয় কত সালে? (ক) ২০০৫ (খ) ১৯৮৫ (গ) ১৯৯৫ (ঘ) ১৯৭৫ ৭। ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস কোনটি? (ক) মাউস (খ) কী-বোর্ড (গ) সিডি (ঘ) পেনড্রাইভ ৮। ওয়ার্ড প্রসেসর কী? (ক) হার্ডওয়্যার (খ) সফটওয়্যার (গ) ফার্মওয়্যার (ঘ) ওএস ৯। বাংলা টাইপরাইটারের জন্য কী-বোর্ড লে-আউট কে আবিস্কার করেন? (ক) মুনীর চৌধুরী (খ) শহীদুল্লাহ কায়সার (গ) মোস্তফা জব্বার (ঘ) কায়সার মাহমুদ ১০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যার নাম কী? (ক) শহীদ লিপি (খ) বিজয় (গ) অভ্র (ঘ) লেখনী ১১। শহীদ লিপি সফটওয়্যার কবে প্রবর্তন করা হয়? (ক) ১৯৮০ সালে (খ) ১৯৮৫ সালে (গ) ১৯৮৯ সালে (ঘ) ১৯৯২ সালে ১২। বাংলা ক্ষ অক্ষর চাপতে ব্যবহৃত হয়- (ক) লমঘ (খ) লমহ (গ) লমশ (ঘ) লমষ ১৩। বাংলা ‘জ্ঞ’ অক্ষর চাপতে ব্যবহৃত হয়- (ক) ঁমও (খ) ওমঁ (গ) ওটম (ঘ) ওমু ১৪। যুক্ত অক্ষরের লিংক হিসেবে কাজ করে- (ক) ম (খ) য (গ) র (ঘ) ল ১৫। ২০০৭ সালে প্রবর্তিত হয় কোন সফটওয়্যার (ক) বিজয় (খ) অভ্র (গ) লেখনী (ঘ) সুতনি উত্তর ঃ ১.গ ২.ক ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.খ ৮.খ ৯.ক ১০.ক ১১.খ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.খ।
×