ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের পর মাঠে ফিরতে চান মুমিনুলরা

প্রকাশিত: ২৩:৩৯, ৩১ জুলাই ২০২০

ঈদের পর মাঠে ফিরতে চান মুমিনুলরা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মে মাসে ঈদ-উল-ফিতর হয়েছে। এরপর ক্রিকেটারদের অনুশীলনে ফেরার কথা থাকলেও সেটি হয়নি। অনেক ক্রিকেটারই ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় মাঠে গিয়ে একক অনুশীলন করার। কিন্তু টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ জানিয়েছিলেন করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার অনুশীলনে ফেরার ইচ্ছা নেই। ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদন পাননি মাঠে যেতে ইচ্ছুক ক্রিকেটাররা। তবে ঈদ-উল-আজহার আগেই এককভাবে বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন হয়েছে দেশের ৪ ভেন্যুতে ১০ দিন। এসব দেখে এবার মুমিনুলেরও মাঠে নামার ইচ্ছা জাগ্রত হয়েছে। তিনি জানিয়েছেন বিসিবির এই একক অনুশীলনের দ্বিতীয় ধাপে তিনি যোগ দেবেন। অর্থাৎ ঈদের পরই এবার মাঠের অনুশীলনে দেখা যাবে টেস্ট অধিনায়ক মুমিনুলকে। এছাড়া জাতীয় দলের অনেক ক্রিকেটারই ফিরবেন অনুশীলনে। এক ঈদ থেকে আরেক ঈদ- কিছুটা পার্থক্য এনেছে বাংলাদেশের ক্রিকেটে। গত ঈদের আগে ও পরে মাঠগুলোতে ছিল না কোন কর্মচাঞ্চল্য। ক্রিকেটাররাও মাঠে আসেননি। কিন্তু এবার ঈদের ৩ দিন আগে পর্যন্ত হয়েছে অনুশীলন। ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত বিসিবি প্রথম ধাপের অনুশীলনে আগ্রহী ক্রিকেটারদের জন্য সূচী করে দিয়েছিল দেশের ৪ ভেন্যুতে একক অনুশীলনের। তবে প্রতিদিনই আগ্রহী ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে এবং সময়ও শেষ পর্যন্ত বেড়ে প্রথম ধাপের এই অনুশীলন চলেছে ২৯ জুলাই পর্যন্ত। এই অনুশীলনে অবশ্য দেখা যায়নি জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই। টেস্ট অধিনায়ক মুমিনুল করোনা পরিস্থিতির জন্য, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অসুস্থতার জন্য, সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা সংক্রমণ থেকে সবেমাত্র সেরে ওঠার জন্য, টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, লিটন কুমার দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনরা বিসিবির এই প্রথম ধাপের অনুশীলন করেননি। তারা সবাই ঈদের পর অনুশীলনে যোগ দেবেন দ্বিতীয় ধাপে। তবে মুশফিকুর রহিমসহ অনেক ক্রিকেটারই গত ঈদের আগে থেকেই মাঠে গিয়ে একক অনুশীলন করার অনুমতি চেয়ে পাননি বিসিবির কাছ থেকে। তবে ক্রিকেটারদের ক্রমাগত ইচ্ছা প্রকাশে শেষ পর্যন্ত বিসিবি একক ও গ্রুপভিত্তিক অনুশীলনের পূর্ণ পরিকল্পনা সাজিয়ে ফেলে। বিসিবির ইচ্ছাও ছিল ক্রিকেটারদের ঈদ-উল-ফিতরের কিছুদিন পরই মাঠের অনুশীলনে ফেরানোর। সে সময় অনেক ক্রিকেটারই তাদের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুমিনুল তখনও বলেছিলেন, ‘পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাক তারপর এ নিয়ে ভাবব।’ শেষ পর্যন্ত চলতি মাসে তৃতীয় সপ্তাহ শুরুর আগেই ক্রিকেটাররা মাঠে ফেরেন। মুমিনুল তখনও দূরে সরে ছিলেন। তবে এবার তিনি জানিয়েছেন ঈদের পর দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু হলেই তিনি মাঠে ফিরতে চান। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘ঈদের পর দ্বিতীয় ধাপের অনুশীলনে আমি যোগ দেব। এবার ঢাকায় ঈদ করা হবে। ঈদের পর গ্রামের বাড়িতে যাব। সেখানে তিন-চারদিন থাকব।’ সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল, সেটি এখনও নিশ্চিত হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ ম্যাচ হওয়ার কথা এই সফরে, কিন্তু টেস্ট অধিনায়ক মুমিনুলও জানেন না সফরটি হবে কিনা। তিনি বলেন, ‘আমি এখনও জানি না শ্রীলঙ্কা সফর হবে কিনা। যদি শ্রীলঙ্কা সফর হয় তাহলে সেটা আমাদের জন্য খুবই ভাল। তাহলে বোর্ড আমাদের প্রস্তুতি নেয়ার ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারবে। বিসিবি আমাদের প্রস্তুতিতে কোন প্রকার ঘাটতি রাখতে চাইবে না।’
×