ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বন্দুকযুদ্ধে সাবেক চেয়ারম্যান নিহত

প্রকাশিত: ২১:৩১, ৩১ জুলাই ২০২০

বাগেরহাটে বন্দুকযুদ্ধে সাবেক চেয়ারম্যান নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপাল উপজেলার ভেকটমারি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটা কেষ্ট (৫৫) নামে রুপসার নৈহাটি ইউপির সাবেক চেয়ারম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার কয়লাভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্রের কাছে ভেকটমারি এলাকায় এই ঘটনা ঘটে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও তিনটি গুলি, ধারালো অস্ত্র, একটি ম্যাগজিন, পাঁচশ’ ইয়াবা, নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মিনহাজ উদ্দিনের ছেলে কথিত যুবলীগ নেতা নিহত মোস্তফা কামালের বাড়ি খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় খুনসহ ২৫টি মামলা ছাড়াও শতাধিক জিডি রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। কামাল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার কয়লাভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্রের কাছে ভেকটমারি এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল তার বাহিনী নিয়ে অবস্থান করছে এই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযানে যায়। মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে মোস্তফা কামাল গুলিবিদ্ধ অবস্থায় মারা যায়। ঘুমধুমে ইয়াবা কারবারি রোহিঙ্গা স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়ার পার্শ্ববর্তী এলাকা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি গডফাদার রোহিঙ্গা নেতা শাহ আলম নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবার চালান। বৃহস্পতিবার ভোরে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘুমধুম সীমান্ত পয়েন্ট হয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে প্রবেশ করার খবরে ঘুমধুম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। ভোরে কয়েক ব্যক্তি নয়াপাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের সিগন্যাল দেয়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়া শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এদিকে মাদক কারবারিরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র, ইয়াবা ও এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×