ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে সালিশে চেয়ারম্যান লাঞ্ছিত, গ্রাম রণক্ষেত্র

প্রকাশিত: ২৩:৩৩, ৩০ জুলাই ২০২০

লালমনিরহাটে সালিশে চেয়ারম্যান লাঞ্ছিত, গ্রাম রণক্ষেত্র

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ জুলাই ॥ নারী ঘটিত গ্রাম্য সালিশে কথিত প্রেমিককে মারধর করায় চেয়ারম্যান লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় আদিতমারী উপজেলার হাজীগঞ্জ ছোট কমলাবাড়ি গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় দোকান ভাংচুর, মানসিক প্রতিবন্ধী কামরুল(৩২) ও স্থানীয় ছাত্রলীগ নেতা রনি(২১) গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টা হতে রাত ১১টা পর্যন্ত। ইউপি চেয়ারম্যান ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা হওয়ায় তার কর্মীরা তা-ব চালায়। জানা গেছে, আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন আলাল মঙ্গলবার রাত ৮টায় একই ইউনিয়নের ছোট কমলাবাড়ি গ্রামের মনু মিয়ার বাড়ির উঠানে কথিত নারী ঘটিত বিষয় নিয়ে এই করোনা পরিস্থিতির মধ্যে সালিশের আয়োজন করে। সালিশ চলাকালে কথিত প্রেমিক এমদাদুলকে বিচারে হঠাৎ করে চেয়ারম্যান থাপ্পড় মারে। এই ঘটনায় এমদাদুলের স্বজনদের সঙ্গে চেয়ারম্যানের বচসা হয়। চেয়ারম্যানকে লাঞ্ছিত করে। ঘটনাটি দ্রুত চেয়ারম্যানের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে, দলে দলে ইসলামিক আন্দোলনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। মুহূর্তে হাজার হাজার মানুষে গণজমায়েত হয়। সেই সময় বিক্ষুব্ধ জনতা ছাত্রলীগের স্থানীয় নেতা ও এক প্রতিবন্ধী যুবক কামরুলের ওপর চড়াও হয়। কামরুলকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটক রাখে। রনি প্রাণ বাঁচাতে একটি দোকানে আশ্রয় নেয়। সেখানে দোকানে দুর্বৃত্তরা হামলা করে ভাংচুর করে। পরে গভীর রাতে দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় রনি ও কামরুলকে উদ্ধার করে। পরে তাদের আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়।
×