ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত স্পেনের সাবেক তারকা ফুটবলার জাভি

প্রকাশিত: ০০:১৮, ২৬ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত স্পেনের সাবেক তারকা ফুটবলার জাভি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হয়েছেন স্পেন জাতীয় দলের সাবেক তারকা ফরোয়ার্ড জাভি হার্নান্দেজ। এই মুহূর্তে তিনি আছেন আইসোলেশনে। যতদিন না তিনি ‘নেগেটিভ’ হচ্ছেন থাকবেন আইসোলেশনে। ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডারই স্পেনের সবচেয়ে নামী ফুটবল ব্যক্তিত্ব, যার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ল। আক্রান্ত হলেও শারীরিক দিক থেকে ভাল আছেন জাভি। টুইটার পোস্টে জাভি বলেছেন, ‘কাতার স্টারস লীগের প্রটোকল অনুযায়ী সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি। যতদিন পর্যন্ত আমি সুস্থ না হয়ে উঠছি ততদিন আইসোলেশনে থাকব। যখন স্বাস্থ্য বিভাগ অনুমতি দেবে আমি আবার দৈনন্দিন জীবনে ও কাজে ফিরব ।’ বার্সিলোনার একাডেমি পেরিয়ে মূল দলে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। ২০১৫ সালে প্রিয় ক্লাবকে বিদায় জানিয়ে যোগ দেন কাতারের ক্লাব আল সাদে। সেখানেই ২০১৯ সাল থেকে পুরোদমে শুরু করেন কোচিং ক্যারিয়ার। কোচ হিসেবে তার বার্সিলোনায় ফেরার প্রচ- ইচ্ছা। গত বছর ভালভার্দে বরখাস্ত হওয়ার পর তাকে ফেরানোর চেষ্টা করেছিল কাতালানরা। কিন্তু জাভি আসেননি। নতুন দায়িত্ব পাওয়া কোচ সেতিয়েন লীগ জেতাতে না পারায় তার জায়গায় আবারও শোনা যাচ্ছে সাবেক এই মিডফিল্ডারের নাম।
×