ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এইচপির আবাসিক ক্যাম্প হতে পারে শ্রীলঙ্কায়

প্রকাশিত: ১৯:৪১, ২৩ জুলাই ২০২০

এইচপির আবাসিক ক্যাম্প হতে পারে শ্রীলঙ্কায়

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিবির হাই পারফরমেন্স দলকে নিয়ে শিগগিরই অনুশীলন শুরু করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করে কিভাবে ক্যাম্প করা যায় সেজন্য হোম অব ক্রিকেটে একসঙ্গে বসেছিলেন বোর্ড কর্মকর্তারা। এছাড়া, এইচপি কোচ সায়মুন হেলমুট চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়েও ভাবছে বোর্ড। সংক্ষিপ্ত তালিকা যাচাই বাছাই শেষে আসবে বিসিবির হাই পারফরমেন্স দলের আগামী দিনের কোচের নামের ঘোষণা। করোনা পরিস্থিতির উন্নতি না হলেও ক্রিকেট মাঠে গড়িয়েছে। মুশফিক-মেহেদী হাসান রানারা নিয়মিত মাঠে গিয়ে অনুশীলন করছে। ইংল্যান্ড-উইন্ডিজ তো এই কঠিন সময়ে দুটি টেস্ট ম্যাচও খেলে ফেলেছে। তাই বসে থাকতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।সুরক্ষা নিশ্চিত করে হাই পারফরমেন্স দলটিকে আবারো মাঠে ফেরাতে চাচ্ছে। বিসিবির কর্মকর্তাদের নিয়ে সে বিষয়ে এগোতেই বৈঠকে বসেছিল। গেল বছর এইচপি দলের কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন সায়মুন হেলমুট। তারপর থেকে এই জায়গাটায় থিতু হতে পারেননি কেউ। তবে নতুন করে শুরুর আগে নতুন কাউকে খুঁজছে বোর্ড। সেজন্য নাকি একটা সংক্ষিপ্ত তালিকাও করেছে নাইমুর রহমান দুর্জয়রা। নাইমুর রহমান দুর্জয় বলেন, 'হেডকোচ নিয়োগের একটা ব্যাপার আছে। আমরা একটা শর্ট লিস্ট করেছি। অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল। সেটা নতুন করে জানতে চাইবো আমরা।' জাতীয় দলের উপযোগী করে খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্যে বেশ কয়েক বছর ধরে এইচপি ক্যাম্প পরিচালনা করছে বিসিবি। এ বছর করোনার কারণে সে উদ্যোগ চলমান রাখতে পারেনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলটাকে এইচপি দলের অধীনে রেখে একটা অনূর্ধ্ব-২১ দল গঠনের কথাও জানিয়েছিল বোর্ড। নিরাপত্তা মাথায় রেখে এসব কিছু নিয়েই শিগগিরই একটা সিদ্ধান্তে পৌছতে চায় বোর্ড। তিনি আরো বলেন, 'আমরা চাইলেই শুরু করার ব্যাপারটা করতে পারবো না। এটা আমাদের হাতে না। তারপরেও আমাদের এইচপির প্রোগ্রামটা কিভাবে শুরু করা যায় সেটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। সবগুলো বিষয় নিশ্চিত করার চেষ্টা করছি।' ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এইচপি দলটাকে নিয়ে শ্রীলংকায় ক্যাম্প করার কথাও ভাবছে বিসিবি।
×