ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টের প্রশ্ন

ডেসটিনির এমডি দীর্ঘদিন কিভাবে হাসপাতালে

প্রকাশিত: ২৩:২৭, ২৩ জুলাই ২০২০

ডেসটিনির এমডি দীর্ঘদিন কিভাবে হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন দেয়নি হাইকোর্ট। শুনানি শেষে তাদের জামিন না দিয়ে নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত মুলতবি করেছে আদালত। অন্যদিকে পবিত্র ঈদ-উল-আজহায় হাউজিং সোসাইটিতে কোরবানি করার জন্য পশু সংরক্ষণ ও জবাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে তাদের জামিন আবেদনের শুনানি হয়। একই সঙ্গে ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন দীর্ঘদিন কিভাবে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেই বিষয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, নিয়মিত কোর্ট খোলা না পর্যন্ত স্ট্যান্ড ওভারের আদেশ প্রদান করেছে হাইকোর্ট। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার এম মাইনুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা দুটি দায়ের করে দুদক। এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনও এ মামলায় কারাবন্দী আছেন। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাত করে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়। হাউজিং কমপ্লেক্সে কোরবানি কাউন্সিলরকে জানানোর নির্দেশ ॥ পবিত্র ঈদ-উল-আজহায় হাউজিং সোসাইটিতে কোরবানি করার জন্য পশু সংরক্ষণ ও জবাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি এ্যার্টনি জেনারেল অমিত তালুকদার। এর আগে ২০ জুলাই জাপান গার্ডেন সিটির এক ফ্ল্যাট মালিক আব্দুল্লাহ আল মামুন শিশিরের পক্ষে তার আইনজীবী শেখ ওমর শরীফ এ রিট করেছিলেন।
×