ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পবিপ্রবির ভাইস চ্যান্সেলর ও তার স্ত্রী বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১৪:৪২, ১৪ জুলাই ২০২০

পবিপ্রবির ভাইস চ্যান্সেলর ও তার স্ত্রী বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তাদের বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পবিপ্রবি ফুড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ শরিফুর রহমান বলেন, গত ৫ দিন থেকে জ্বর ও কাশিতে ভুগতে ছিলো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজ। তিনি আরও বলেন, গত সোমবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ড. দেখিয়েছেন ওই খানে করোনা টেস্টের জন্য তারা স্যাম্পল দিয়েছেন। এখন পর্যন্ত তাদের রিপোর্ট আসেনি। আজকে হটাৎ কাশি বেড়ে যাওয়ায় সকাল সাড়ে ১০ টায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পটুয়াখালী থেকে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা নিয়ে যান।
×