ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনাকাল

প্রকাশিত: ২২:৫১, ১৪ জুলাই ২০২০

করোনাকাল

* লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা এক রকমের দুঃসংবাদ দিল বৈকি। * করোনার এ্যান্টিবডি ৩ মাসের বেশি রক্তে স্থায়ী হচ্ছে না। * দেখা যাচ্ছে, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সেরে উঠল, এ্যান্টিবডিও গঠিত হলো ভাল। * ৩ মাসের ব্যবধানে দেখা যাচ্ছে তাদের শরীরের এ্যান্টিবডি শূন্যের কোঠায়। * বিজ্ঞানীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে তা হলে করোনা কি আর সব ফ্লু-ভাইরাসের মতো Short-lived এ্যান্টিবডি তৈরি করে? * বারে বারে একই ব্যক্তি তাহলে আক্রান্ত হতে পারে? * হার্ড ইমুউনিটির বিষয়টা তাহলে সুদূরপরাহতই থেকে যাবে। * ভ্যাকসিনও তাহলে যে এ্যান্টিবডি তৈরি করবে তাও Short-lived হবে? তাহলে ফি বছর কি ভ্যাকসিন দেয়া লাগতে পারে? লাগতে পারে একের অধিক ডোজ? তাই হাতে থাকল- *এক টুকরো সাবান, বার বার হাত ধুবেন। সংক্রমণ রোধ হবে * জটলা, আড্ডা পরিহার করুন। * মুখে মাস্ক ব্যবহার করুন। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×