ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে রাতে নামবে বার্সা

প্রকাশিত: ২০:২৩, ১১ জুলাই ২০২০

শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে রাতে নামবে বার্সা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লিগ শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে রাতে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ ভায়াদোলিদ। বাকি তিন রাউন্ড, শীর্ষ দল রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে কাতালানরা। এ ম্যাচে তাই পয়েন্ট হারানোর কোনো সুযোগ নেই। রাত সাড়ে ১১টায় মুখোমুখি হবে দুদল। করোনার অপ্রত্যাশিত বিরতি নাকি জিদানের জাদু কোনটা তীরে এসে তরী ডোবাতে বসেছে বার্সেলোনার? জুনে শঙ্কা কাটিয়ে লিগ প্রত্যাবর্তনের আগ পর্যন্ত শীর্ষে থাকা কাতালানরা, শিরোপা হারানোর দ্বারপ্রান্তে। বাকি ৩ রাউন্ড সমান ৩৫ ম্যাচে ৪ পয়েন্টে এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। পারিপার্শ্বিকতার চাপ তাই আসন্ন ম্যাচে দুর্বল ভায়াদোলিদকেও তৈরি করেছে বড় দলে। দুদলের ১৩ দেখায় মাত্র ১বার হেরেছে বার্সা, লিগে নিজেদের সবশেষ ৫ ম্যাচেও অপরাজিত সেতিয়েনের দল, তবে পয়েন্ট হারিয়েছে ম্যাচে। সর্বনাশটা হয়েছে সেখানেই রিয়ালকে এগিয়ে গেছে, শিরোপা স্বপ্ন ধুসর হয়েছে বার্সেলোনার। পরাজয় বা পয়েন্ট হারালে শেষ আশাটাও অনেকটা নিভে যাবে মৌসুম জুড়ে কোচ-খেলোয়ার-ম্যানেজমেন্টের অর্ন্তদ্বন্দ্বে জর্জরিত বার্সার। টেবিলের চতুর্দশ দলের বিপক্ষে ব্লুগানারদের সবচেয়ে বড় প্রেরণা চলতি মৌসুমের সবচেয়ে বড় জয়টা ভায়াদোলিদের বিপক্ষে। ক্যাম্প নূ তে ৫-১ গোলে জিতেছিল স্বাগতিকরা। পেশির চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় ফ্রাঙ্কি ডি ইয়ং, নিষেধাজ্ঞায় স্কোয়াডের বাইরে আনসু ফাতি।
×