ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ার সেই প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশিত: ১৪:৫৯, ১১ জুলাই ২০২০

পটিয়ার সেই প্রধান শিক্ষককে শোকজ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ সরকারি নির্দেশনা না মেনে চট্টগ্রামের পটিয়ায় স্কুলে কোচিং ক্লাস চালুর অভিযোগে এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আজ শনিবার ম্যানেজিং কমিটির জরুরী বৈঠকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেনকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে স্কুলের ছাত্রদের ডেকে এনে কোচিং ক্লাস চালু করলে কমিটির সকল সদস্য ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। সরকারি নির্দেশনা না মেনে কোচিং ক্লাশ চালু করার বিষয়টি কমিটির পক্ষ থেকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ও পটিয়া উপজেলা মাধ্যম শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। গত ৭ জুলাই দৈনিক জনকণ্ঠে ‘সরকারি সিদ্ধান্ত অমান্য, পটিয়ায় ছাত্রদের ডেকে কোচিং ক্লাস চালুর’ অভিযোগ সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর ম্যানেজিং কমিটি জরুরী সভা ডেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোকজ করেন। সভায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার, কমিটির সদস্য গোফরান রানা, খোরশেদ গণি, ফরিদ আহমদ, আলী হোসাইন, আবদুল মোতালেব, শাহনাজ বেগম, এটিএম তোহা, আবু তৈয়ব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহদাত হোসেন। ওই সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন নিজে ভুল স্বীকার করে দু:খ প্রকাশ করেন। ভুল সংশোধনের জন্য তাকে আরেকবার সুযোগ দিতে কমিটির কাছে অনুরোধ জানান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার জানিয়েছেন, কমিটি ও সরকারি নির্দেশনা না মেনে স্কুলের ছাত্র ডেকে এনে কোচিং ক্লাস চালুর বিষয়টি ঠিক করেনি ভারপাপ্ত প্রধান শিক্ষক। ফলে কমিটির সিদ্ধান্ত মোতাবেক শোকজ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ওই শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
×