ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাঠে ফেরার অপেক্ষায় তামিম

প্রকাশিত: ১৮:২২, ১০ জুলাই ২০২০

মাঠে ফেরার অপেক্ষায় তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠে ফিরতে সঠিক সময়ের অপেক্ষায় তামিম ইকবাল। বিসিবির ধীরে-চলো নীতিতে অগাধ আস্থা টাইগার ওয়ানডে অধিনায়কের। করোনার অনাকাঙ্খিত বিরতিতে ফিটনেস ধরে রাখার মধ্যেও ভয় স্কিল নিয়ে। করোনা পরবর্তী ক্রিকেটে আগের ছন্দে ফিরতে বেশি পরিশ্রমের বিকল্প দেখছেন না তামিম। । ইংল্যান্ড, উইন্ডিজ, পাকিস্তানের পর বাকি দেশগুলোতেও ক্রিকেট ফেরার অপেক্ষা। বাংলাদেশে আপাতত ক্রিকেট ফেরার কোন সুখবর নেই। অন্যদের ক্রিকেট ফেরার স্বস্তির মধ্যে টাইগার অধিনায়কের কষ্ট আড়াল করার উপায় নেই। স্থগিত হয়েছে পাঁচটি সিরিজ। নতুন সূচিতে ম্যাচগুলো আয়োজনের সুযোগ কম। তারপরও ভবিষ্যতের দিকে তাকিয়ে আশায় থাকছেন তামিম। ক্রিকেটাররা যে শহরেই থাকুক না কেন, অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি। মিরপুরে অনুশীলন শুরু করেছেন কয়েকজন। মুশফিকও ব্যাটিং-কিপিংয়ে নেমে পড়েছেন। কিন্তু ক্রিকেটারদের স্বার্থে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। তামিমও আছেন সঠিক সময়ের অপেক্ষায়। দেশের সেরা ব্যাটসম্যান তামিম। তার উপর প্রত্যাশা, চাপ অন্যদের চেয়ে অনেক বেশি। সে ভাবনা থেকে কিছুটা চিন্তিত ব্যাটিং স্কিল নিয়ে। দীর্ঘ সময় ঘরে থেকে মরিচা পড়ে যাচ্ছে ব্যাটিংয়ে। অনুশীলনে ফিরলে লম্বা সময় নেটে কাটিয়ে জড়তা কাটাতে চান তামিম। ২২ গজের ব্যাট-বলের লড়াই জীবনের মতো তামিমের কাছে। কবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে, কবে অধিনায়ক হয়ে টস করতে নামবেন সেই অপেক্ষাতে আছেন তামিম।
×