ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে করোনায় পল্লী-চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১৪:০৬, ১০ জুলাই ২০২০

গোপালগঞ্জে করোনায় পল্লী-চিকিৎসকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়ে বিমল কৃষ্ণ রায় ত্রিনাথ (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে নিজবাড়িতে তিনি মারা যান। তিনি রাজপাট গ্রামের মৃত সুরেন্দ্রনাথ রায়ের ছেলে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৬। এ তথ্য নিশ্চিত করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাইয়ূম তালুকদার জানিয়েছেন, গত ৩ জুলাই পল্লী-চিকিৎসক বিমল কৃষ্ণ রায় ত্রিনাথের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে সেখানে তিনি মারা যান।
×