ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনায় ৪০ কোটি মানুষ চাকরি হারিয়েছে ॥ আইএলও

প্রকাশিত: ১৩:১৮, ৬ জুলাই ২০২০

করোনায় ৪০ কোটি মানুষ চাকরি হারিয়েছে ॥ আইএলও

অনলাইন ডেস্ক ॥ করোনা মহামারিতে বিশ্বের অন্তত ৪০ কোটি মানুষ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। জাতিসংঘের শ্রম সংস্থা জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী কর্মঘন্টা ১৪ শতাংশ কমে গেছে। পূর্ণকালীন চাকরি হারিয়েছেন অনেক মানুষ। আইএলও'র আগের পূর্বাভাস ছিলো ৩০ কোটি মানুষ চাকরি হারাবে, কর্মঘন্টা কমবে প্রায় ১১ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ এসময়টায় চাকরি হারিয়েছে। এছাড়াও, চাকরি হারিয়েছে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অনেক মানুষ। বছরের তৃতীয় প্রান্তিকে চাকরির বাজার কিছুটা ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করছে আইএলও।
×