ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক

প্রকাশিত: ১৬:১৮, ৩ জুলাই ২০২০

প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার ॥ প্রবীণ সাংবাদিক, প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব ও ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজীর মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক শোক প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রীমকোর্ট ল রিপোর্টস ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্পান করেছেন। আইনমন্ত্রীর শোক : প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আইনমন্ত্রী শোকাবার্তায় বলেন, সাংবাদিক ফারুক কাজী ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও নির্ভীক সাংবাদিক। বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, বজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত থেকে তিনি তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়।
×