ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২২:৪৫, ৩ জুলাই ২০২০

ঝলক

দুই ভল্লুক শাবকের রেসলিং বিভিন্ন প্রাণীর কাণ্ডকারখানা বেশ মজার বিনোদন দেয় নেটাগরিকদের। তাই প্রাণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয়। এ রকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে দুই বাচ্চা ভল্লুকের ‘রেসলিং’ দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে বিগ বেন্ড ন্যাশনাল পার্ক। সেখানকার দুই ভল্লুক শাবকের কাণ্ড ধরা হয়েছিল ক্যামেরায়। ওই পার্কের মধ্যে থাকা চিসস মাউন্টেন লজ থেকে তোলা হয়েছে ছবিটি। ওই হোটেলের ফেসবুক পেজ থেকে প্রথম তা আপলোড করা হয়। ৪১ সেকেন্ডের সেই ভিডিও দেখা হয়েছে ২৫ লাখেরও বেশিবার। হাজার হাজার নেটাগরিক শেয়ার করেছেন সেই ভিডিও। সেখানে দেখা যায় দুই খুদে ভল্লুক মারামারি শুরু করেছে। তাদের থেকে কিছুটা দূরে একটি পূর্ণবয়স্ক ভল্লুককেও দেখা যায়। সম্ভবত সেটি তাদের মা। দুই খুদের এই কাণ্ড দূর থেকেই দাঁড়িয়ে দেখছিল মা ভল্লুক। -আনন্দবাজার হাতির রহস্যময় মৃত্যুতে চিন্তায় বিজ্ঞানীরা মাত্র দুই মাসের মধ্যে ৩৫৬টি হাতির মৃত্যু হয়েছে আফ্রিকার বতসোয়ানায়। কি কারণে এত অল্প সময়ের মধ্যে এতগুলো হাতি মারা গিয়েছে তা বুঝতে পারছেন না বিজ্ঞানীরা। হাতিদের মধ্যে নতুন কোন অসুখ ছড়িয়ে পড়েছে কিনা সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। আফ্রিকার মোট হাতির সংখ্যার এক তৃতীয়াংশই রয়েছে বতসোয়ানায়। ইউনাইটেড কিংডমের চ্যারিটি ন্যাশনাল পার্কের প্রধান ড. নিয়াল ম্যাকক্যানের মতে কোন কিছু হাতিগুলোর নিউরোলজিক্যাল সিস্টেমে আক্রমণ করতে পারে। এর ফলেই হাতিগুলোর আচমকা মৃত্যু হচ্ছে বলে মনে করছেন তিনি। বতসোয়ানার ওকাভাংগো ডেলটায় ৩৫৬টি হাতি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ এ্যান্ড ন্যাশনাল পার্কের এ্যাকটিং ডিরেক্টর সিরিল টাওলো। মৃত হাতিগুলোর শুঁড় ও দাঁত অক্ষত থাকায় এক্ষেত্রে চোরাশিকারের সম্ভাবনা উড়িয়ে দেয়া হয়েছে। হাতিগুলোর মৃত্যুর কারণ জানতে মৃতদেহের নমুনা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুইয়ে এবং কানাডায় পাঠানো হয়েছে। যে কারণে হাতিগুলোর মৃত্যু হয়েছে তার জেরে মানুষের মৃত্যুও সম্ভব কিনা তা বলার মতো পরিস্থিতি এখনও আসেনি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন বয়সের নারী ও পুরুষ হাতির মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন ইডাব্লুবি’র ডিরেক্টর মাইক চেস। এমনিতেই মাত্রাছাডা চোরাশিকারের জন্য সঙ্কটে আফ্রিকার বন্যপ্রাণী। ক্রমশ কমে আসছে হাতির সংখ্যা। বতসোয়ানায় আফ্রিকার মোট হাতির সংখ্যার এক তৃতীয়াংশেরই বাস। ৯০-এর দশকের শেষের দিকে বতসোয়ানায় হাতির সংখ্যা বাড়ে। সেই সময় এখানে হাতির সংখ্যা ৮০,০০০ থেকে বেড়ে হয় ১,৩০,০০০। -ইয়াহু নিউজ
×