ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দান করলেন সাবেক ছাত্রলীগ

প্রকাশিত: ২০:২১, ২ জুলাই ২০২০

গফরগাঁওয়ে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দান করলেন সাবেক ছাত্রলীগ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটের জন্য বুয়েট শাখা সাবেক ছাত্রলীগ নেতাদের সহযোগিতায় বুয়েট শাখা সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মতিউর রহমান নিশাত দুইটি অক্সিজেন সিলিন্ডার দান করেন । সেই সাথে তিনি দুইটি করে মিটার বক্স. অক্সি মিটার ও নেবুলাইজার মেশিন দান করেন । আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে এগুলো বুঝে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, মেডিকেল অফিসার ডাঃ রাশেদুল হাসান প্রমুখ । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, সাংবাদিক আশরাফুল ইসলাম আপেল, সারোয়ার ফরাজি । ইঞ্জিনিয়ার মতিউর রহমান নিশাত বলেন, করোনা মহামারিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা যাতে অক্সিজেন সিলিন্ডারের সংকটে না পড়েন সে জন্য আমরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করি । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করান বুয়েট শাখা সাবেক ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানান।
×