ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীরসরাইয়ে কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২০:৩৪, ১ জুলাই ২০২০

মীরসরাইয়ে কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, ৩০ জুন ॥ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল (বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে) তিন ফসলি ৭০০ একর কৃষি জমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কৃষি জমির মালিক ও কৃষক শ্রমিকসহ স্থানীয় এলাকাবাসী। উপজেলার ১১নং মঘাদিয়া, ১৩নং মায়ানী ও ১৬নং সাহেরখালী ইউনিয়নে প্রায় ১ হাজার মানুষের উপস্থিতিতে মঙ্গলবার বেলা ১১টায় কাজিতালুক এলাকায় (সিপির দক্ষিণ পাশে) এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার কর্মসূচীও রাখা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, মীরসরাই থানা ওসি মজিবুর রহমান, স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার উপস্থিত ছিলেন। এ সময়, বক্তব্য রাখেন জমির মালিক নুর হোসেন, রহিম উল্লাহ, আবু ছালেক মাস্টার, হুদা মিয়া, মাইনুল আহসান রোকন, রবিউল হোসেন, আকলিমা আক্তার, মরিয়ম আক্তারসহ প্রমুখ। বক্তারা বলেন, কৃষিনির্ভর এলাকার এসব জমি কৃষকদের একমাত্র উপার্জনের উৎস। উপজেলার অন্যান্য এলাকার চেয়ে এই তিন ইউনিয়নের কৃষি জমিতে ধানসহ অন্যান্য ফসল বেশি উৎপাদন হয়ে থাকে। প্রতি বছর এই কৃষি জমিতে দুই থেকে তিন বার ফসল আবাদ করে এলাকার কৃষকরা জীবিকা নির্বাহ করে থাকে।
×