ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই শিফটে বসবে কোরবানির পশুর হাট

প্রকাশিত: ২০:৩৩, ১ জুলাই ২০২০

চট্টগ্রামে দুই শিফটে বসবে কোরবানির পশুর হাট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা পরিস্থিতিতে মহানগরের কোরবানির পশুর হাট বসানোর ক্ষেত্রে সতর্ক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবার কমানো হয়েছে তিনটি হাট। ৬টি পশুর হাট বসবে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার মধ্যে। বাজারগুলোকে ওয়ার্ডভিত্তিতে আলাদা করে দেয়া হবে। তাছাড়া পশু বেচাকেনা হবে দুই শিফটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে হাটগুলো। গতবার ৯টি হাট বসলেও এবার পশুর হাট হবে ৬টি। এর মধ্যে তিনটি বাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং বাকি তিনটি বাজারে বিকেল থেকে রাত পর্যন্ত পশু বেচাকেনা হবে। কোরবানিদাতাদের জন্য ওয়ার্ডভিত্তিতে বাজার আলাদা করে দেয়া হবে। চসিক সূত্র জানায়, কোরবানির হাট বসানোর প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। গত সোমবার চারটি পশুর হাট ইজারা দেয়ার দরপত্র আহ্বান করেছে কর্পোরেশনের রাজস্ব বিভাগ। ৮ জুলাই দরপত্র দাখিলের শেষ দিন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি মেনে হাট বসানো হবে। এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। চট্টগ্রাম মহানগরীতে স্থায়ী পশুর হাট দুটি। এগুলো হচ্ছে সাগরিকা ও বিবিরহাট। এর বাইরে চারটি অস্থায়ী পশুর হাট বসছে। এগুলো হচ্ছে কর্ণফুলী পশুর বাজার, কমল মহাজন হাট পশুর বাজার, সল্টগোলা গরুর বাজার এবং আরেকটি বসবে পতেঙ্গায় টি কে গ্রুপের মালিকানাধীন মাঠে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
×