ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভাবের তাড়নায় নবজাতক বিক্রি ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ২৩:২৭, ৩০ জুন ২০২০

অভাবের তাড়নায় নবজাতক বিক্রি ॥ গ্রেফতার ৩

সংবাদদাতা, সাভার, ২৯ জুন ॥ ধামরাইয়ে অভাবের তাড়নায় এক নবজাতককে বিক্রির তিনদিন পরে নবজাতকটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় নবজাতককে বিক্রি ও কেনার অভিযোগে এক নার্সসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সাভার উপজেলার রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন ও তার স্ত্রী সিথি এবং রাবেয়া মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্স সাদিয়া ইসলাম। জানা গেছে, গত ২৬ জুন রাতে স্থানীয় নারী ইউপি সদস্য আছিয়া বেগমের সাহায্য নিয়ে ধামরাই সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকার গুচ্ছ গ্রামের মৃত বাবুল হোসেনের স্ত্রী নাজমা বেগম প্রসব বেদনা নিয়ে উপজেলার ডাউটিয়া এলাকার রাবেয়া মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। পরে তিনি হাসপাতালে একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেন। এরপর হাসপাতালে থাকাবস্থায় অভাবের তাড়নায় ওই হাসপাতালের নার্স সাদিয়া ও মেডিক্যাল এসিটেন্ট রিয়াজের কথা মতো এক দম্পতির কাছে গত শুক্রবার ৬০ হাজার টাকার বিনিময়ে নবজাতক শিশুটিকে বিক্রি করে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলে ওই হাসপাতালের নার্স সাদিয়াকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন দিন পর সোমবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করে। এ সময় ওই নবজাতককে কেনার অভিযোগে হেলাল উদ্দিন ও সিথি আক্তার নামে ওই দম্পতিকে আটক করে পুলিশ। নাজমা বেগম জানান, মাস দুয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামী বাবুল হোসেন মারা যান। তখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এর পাঁচ মাস আগে মারা যান তার (নাজমা) বাবা আক্কাছ আলী। সপ্তাহ খানেক আগে মারা গেছেন তার মা। তার মা-বাবা দুজনেই তার সঙ্গে থাকতেন। তিনি আরও বলেন, তার ১১ বছরের এক ছেলে ও পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। স্বামী বাইসাইকেল মেরামতের কাজ করতেন আর তা দিয়ে তাদের সংসার চলত। স্বামীর মৃত্যুর পর তারা চরম অর্থকষ্টে পড়েন।
×