ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় ঘুষ লেনদেন

অডিটর সাসপেন্ড, ২ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ০০:৪৫, ২৯ জুন ২০২০

অডিটর সাসপেন্ড, ২ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ পাঁচলাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরকে সাময়িক বরখাস্তসহ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার বিকেলে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বদলি করা দুই কর্মকর্তা হলো জেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আলী ও সুপার ইউসুফ নুরুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল অব এ্যাকাউন্টস একেএম ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেনের বিষয়ে জেলা প্রশাসক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। প্রসঙ্গত, গত ২৫ জুন ৫ লাখ টাকা ঘুষ লেনদেনের সময় জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিন এবং সড়ক ও জনপথের ৩ কর্মীকে আটক করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই)। পরে সওজের ৩ কর্মীকে মামলার সাক্ষী করে অডিটর কুতুব উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
×