ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল আদালত বিষয়ক আইন পাস না করার আবেদন জানিয়ে ঢাকা বারের চিঠি

প্রকাশিত: ২১:২০, ২৯ জুন ২০২০

ভার্চুয়াল আদালত বিষয়ক আইন পাস না করার আবেদন জানিয়ে ঢাকা বারের চিঠি

স্টাফ রিপোর্টার ॥ ভার্চুয়াল আদালতের বিধান সংবলিত প্রস্তাবিত আদালতে তথ্যপ্রযুক্তির ব্যবহার আইন-২০২০ জাতীয় সংসদে পাস না করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যানের কাছে চিঠি দেন সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান। চিঠিতে বলা হয়, আইনজীবীদের প্রশিক্ষণবিহীন ভার্চুয়াল আদালত অধিকাংশ ক্ষেত্রে সফলতার মুখ দেখছে না। তাই ভার্চুয়াল আদালতের কারণে ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নিয়মিত আদালত খুলে দেয়া প্রয়োজন। এ অবস্থায় প্রস্তাবিত আদালতে তথ্যপ্রযুক্তির ব্যবহার আইন-২০২০ জাতীয় সংসদে পাস না করার অনুরোধ জানানো হলো।
×