ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্প ও শিল্পী সম্মানী নিয়ে যা বললেন কুমার বিশ্বজিত

প্রকাশিত: ১৯:৪৪, ২৯ জুন ২০২০

শিল্প ও শিল্পী সম্মানী নিয়ে যা বললেন কুমার বিশ্বজিত

স্টাফ রিপোর্টার ॥ চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। বাংলা গানের বাঁক পরিবর্তনে যিনি অগ্রগণ্য। তিনি শুধু গেয়ে যান, কথা কম বলেন। তবে মাঝে মাঝে কিছু বিষয়ে তিনি চুপ থাকাকে সমীচীন মনে করেন না। সম্প্রতি ১০০ জন সঙ্গীতশিল্পী মিলে একজোট হয়ে লাইভ শো বিষয়ে শিল্পী সম্মানী নিয়ে আওয়াজ তুলেছেন। এই বিষয়টি নিয়ে তিনি বলেন,‘শিল্পের সম্মান’ ধুলোয় মিশিয়ে আমরা করছি ‘শিল্পী সম্মানী’। তিনি আরও বলেন, ‘এসব দেখলে নিজেকে বড় একা আর অসহায় লাগে। তাই এসব বিষয়ে সহজে কোন মন্তব্য করি না। কারণ, আমার মন্তব্য কারোর ভাল লাগবে না। করোরই না। তাই যতক্ষণ সম্ভব চুপ থাকি। নিজে নিজে পুড়ি। সেই ভাল। সারা দুনিয়ায় চলছে মহামারী আর মৃত্যুর মিছিল। আর আমার অনুজরা সেই সময়ে জোট করছে টাকা-পয়সার হিসাব নিয়ে। যেন সম্মানটা গৌণ, সম্মানীটাই মুখ্য। যেখানে শিল্প আর শিল্পী সত্তা নিয়ে টুঁ শব্দটি নেই, আছে সম্মানী তোলার চিৎকার। শিল্পীরা পয়সা ছাড়া গাইবে না, ভাল কথা। তো সেটার জন্য জোট করে ঢোল পিটিয়ে বলতে হবে কেন! এটা নিয়ে স্টেটমেন্ট দেয়ার কিছু নেই তো। পয়সার বিনিময়ে আমি একটা শোতে গান করব, নাকি পয়সা দিয়ে কোন বিশেষ অনুষ্ঠানে নিজেকে তুলে ধরব, সেটা তো একজন শিল্পীর ব্যক্তিগত অভিরুচির বিষয়। সেই প্রশ্নটা বা সিদ্ধান্তটা কিন্তু কেউ তোলেনি। একজন শিল্পীর ভেতরে যদি সত্যিকারের শৈল্পিক বিষয়টা থাকে, সেখানে অর্থটা বড় বিষয় না। সেখানে সম্মানটা বড় বিষয়। তারপর অর্থ। শিল্পীরা তো সেলেবল না।’ নিজেকে নিয়ে তিনি বলেন, এখন আমি কুমার বিশ্বজিৎ অনেক কাজ করি, সম্মানী ছাড়া। আবার যেখানে আমার সম্মান থাকবে না, সত্তা থাকবে না, সেখানে তো টাকার বস্তা দিলেও যাবো না। তবে শিল্পীদের একজোট হবার বিষয়কে তিনি সাধুবাদও জানান। তার মতে, এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আরও ১০১টা জরুরী ইস্যু আছে, যেগুলো নিয়ে এক হওয়ার দরকার আগেও ছিল, এখনও আছে। সেগুলো নিয়ে জোট ও প্রতিবাদ হওয়া দরকার।
×