ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরের গুদাম থেকে পাচারের সময় কাবিখার ৩৪০ বস্তা গম জব্দ ॥ আটক ২

প্রকাশিত: ০০:৫৯, ২৮ জুন ২০২০

গাজীপুরের গুদাম থেকে পাচারের সময় কাবিখার ৩৪০ বস্তা গম জব্দ ॥ আটক ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে খাদ্য গুদাম থেকে পাচারকালে সরকারী কাবিখার ৩৪০ বস্তা গম (১৭টন) জব্দ করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর রূনসীর মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) ও টাঙ্গাইল ভুয়াপুরের চর কয়ড়া গ্রামের আঃ রহিমের ছেলে মোঃ হাফিজুর রহমান (১৮)। এদের মধ্যে লিটন গাজীপুরের বাসন থানার ভাওয়াল কলেজ সংলগ্ন নুর ইসলাম সরকারের বাড়ির ভাড়াটিয়া। র‌্যাব-১’র স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুরের কালীগঞ্জ খাদ্য গুদাম হতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর বিপুল পরিমাণ গম কালোবাজারে বিক্রির জন্য কতিপয় অসাধু ও কালোবাজারি শনিবার একটি ট্রাকযোগে টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এ গোপন খবর পেয়ে র‌্যাব-১’র সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর বাইপাস মোড়ে মেসার্স আউশি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কাবিখার ৩৪০ বস্তা গম ও ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত গমের ওজন ১৭ টন। এর আনুমানিক মূল্য ৫লাখ সাড়ে ৩৩ হাজার টাকা। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে লিটন ও হাফিজুরকে আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, কাজের বিনিময় খাদ্য কর্মসূচীর সরকারী খাদ্য গুদামের ৩৪০ বস্তা গম কালোবাজারে কেনাবেচা ও মজুদ করার উদ্দেশ্যে টাঙ্গাইল নেয়া হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে সরকারী কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর গম কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় মজুদ করে পরে তা বেশি দামে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
×