ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

অনলাইন লাইভে জননী সাহসিকা ও শহীদ জননী স্মরণ

প্রকাশিত: ২১:৫৬, ২৭ জুন ২০২০

অনলাইন লাইভে জননী সাহসিকা ও শহীদ জননী স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বেগম সুফিয়া কামাল। কবি হলেও সবার কাছে তার আরও একটি পরিচয় আছে, জননী সাহসিকা। যুগে যুগে যারা নারী জাতির অগ্রগতির জন্য অবদান রেখেছেন তার মধ্যে সুফিয়া কামাল অন্যতম। অন্যদিকে শহীদ জননী হিসেবে খ্যাত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহ্বায়করূপে যিনি ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি হলেন জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় প্রেরণাদাত্রী দুই মহিয়সী নারী স্মরণে অনলাইনে এক আলোচনানুষ্ঠান হয় শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর ও রেডিও স্বাধীন। অনলাইন লাইভ অনুষ্ঠানে যুক্ত থেকে স্মৃতিচারণ ও আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ট্রাস্টি ও সদস্যসচিব সারা যাকের। বক্তারা বলেন, সমাজ ও রাজনীতি পূর্বোক্ত আলোড়িত পরিবেশে সুফিয়া কামালের কবি ও কর্মী-ব্যক্তিত্বের বিকাশ ও প্রকাশ মূলত বিশ শতকের তিরিশের দশক থেকে। যে পরিবেশ তাকে গড়ে তোলে তাতে ছিল স্বাদেশিকতা, অসাম্প্রদায়িকতা, মানবমৈত্রী ও শোষণমুক্ত সমাজকল্যাণের আদর্শ যা তার চেতনার পললভূমিতে গভীর ছাপ ফেলেছে। এ আদর্শিক ছাপ সুফিয়া কামাল আমৃত্যু লালন করেছেন। অন্যদিকে মুক্তিযুদ্ধের মর্যাদা প্রতিষ্ঠার জন্য জাহানারা ইমাম নিজেও সর্বদা সক্রিয় ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ ঘাতক-দালালদের পর্যায়ক্রমিক পুনর্বাসনে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে তিনি বিভিন্ন সভা-সমিতিতে বক্তৃতা করে এবং লিখে জনসচেতনতা গড়ে তোলেন। অনুষ্ঠানে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের রচনা থেকে পাঠ ও আবৃত্তি পরিবেশন করেন অভিনয় শিল্পী নিমা রহমান, আবৃত্তিশিল্পী নায়লা তরান্নুম চৌধুরী কাকলী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শারমিন সাথী ইসলাম ময়না। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম। রেডিও স্বাধীন (৯২.৪ এফ) টিউন করে অনুষ্ঠান শোনা যায় এবং রেডিও স্বাধীনের ফেসবুক পাতা থেকে লাইভ দেখা যায়।
×