ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ২৩:০৮, ২৫ জুন ২০২০

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগ্রাবাদে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা মীর সাদেক অভি মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা গেছে। মৃত অভি (২৪) আগ্রাবাদ হাজীপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জানা গেছে, গত ২০ জুন মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত হয় অভি। এলাকায় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক কর্মসূচীতে সোচ্চার থাকতেন। আহত অভির অবস্থা গুরুতর হলে মঙ্গলবার দুপুরে তাকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়, রাতে তিনি মারা যান।
×