ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীন-ভারত উত্তেজনা প্রশমনের ইঙ্গিত

প্রকাশিত: ০০:০৯, ২৪ জুন ২০২০

চীন-ভারত উত্তেজনা প্রশমনের ইঙ্গিত

ইন্দো-চীন সীমান্ত উত্তেজনা প্রশমনের ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার উভয় দেশের শীর্ষ সামরিক পর্যায়ের বৈঠকে এ ইঙ্গিত আসে। বৈঠকের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এ ইঙ্গিত দেন। মঙ্গলবার টানা ১১ ঘণ্টা ধরে উভয় দেশের সেনা কর্মকর্তারা বৈঠক করেন। খবর দ্য হিন্দু ও এনডিটিভি অনলাইনের। ইতিবাচক, গঠনমূলক আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ভারতের সামরিক সূত্রে দাবি করা হয়েছে, পূর্ব লাদাখের যে এলাকাগুলো নিয়ে সংঘাত, সেই এলাকার বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এদিকে দুই দিনের সফরে মঙ্গলবার কাশ্মীরের লাদাখে পৌঁছেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি ও পরিকাঠামোর পর্যালোচনা করতেই তার এ সফর। দুই দিন ধরে এখানকার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন। গত ১৫ জুন এ লাদাখেই চীনের হাতে অন্তত ২৩ ভারতীয় সেনা নিহত হয়। এদিকে ইতোমধ্যেই লাদাখে প্রায় ১০ হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। পাহাড়ে যুদ্ধের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিখ, গোর্খা, ইন্দো টিবেট বর্ডার ফোর্সের ব্যাটালিয়নকে অধিক সংখ্যায় মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। বিদ্যমান পরিস্থিতিতে লাদাখে সেনাদের আর কী কী সাপোর্ট দরকার, কী কী ব্যবস্থা নিতে হবে, সংঘর্ষ হলে কী করা দরকার এসব বিষয় নিয়ে আলোচনা করবেন সেনাপ্রধান। তিনি পুরো সামরিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন। তারপর যথাযথ সিদ্ধান্ত নেবেন। তাই দিল্লীর কাছে তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
×