ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন মাশরাফি

প্রকাশিত: ০০:৫৭, ২৩ জুন ২০২০

চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার দুপুরে হঠাৎ গুঞ্জন ওঠে করোনা আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থার অবনতি। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হবে এমন কথাও শোনা যায়। তবে মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা নিজেই নিশ্চিত করেছেন, ফলো চেকআপ করানোর জন্য সোমবার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেন তারা। করোনাভাইরাসে আক্রান্তদের বিভিন্ন টেস্ট, চেকআপের পাশাপাশি বুকের এক্সরেও করানোর নির্দেশনা থাকে চিকিৎসকদের। মাশরাফিকেও সেই নির্দেশনা দেয়া হয়েছে। মোরসালিন সোমবার বিকেলেও দাবি করেছেন ভাল আছেন মাশরাফি। তবে যেহেতু মাশরাফির এ্যাজমা সমস্যা আগে থেকেই তাই তার জন্য বুকের এক্সরে করানো অতীব জরুরী। গত শনিবার হুট করেই মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। পরে সেদিনই নিজের ফেসবুক পেজে তা নিশ্চিত করে দেশবাসী, ভক্ত-সমর্থকসহ সব গুণগ্রাহীর কাছে দোয়া প্রার্থনা করেন মাশরাফি। তারপর থেকেই মাশরাফির চিকিৎসা সেবার প্রয়োজনীয় সব পদেক্ষপ নেয়া ও সহযোগিতার আশ্বাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ নিজেই সবসময় খোঁজ খবর রাখছেন মাশরাফির। মাশরাফির সব চিকিৎসা ব্যবস্থারই খোঁজ খবর রাখছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার সার্বিক পরিস্থিতি জানতে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করানো হয় রোগীর। এই ফলোআপ চেকআপের মধ্যে বুকের একটি এক্সরের নির্দেশনা দেন চিকিৎসকরা। শ্বাস-প্রশ্বাস ঠিকভাবে চলছে কিনা জানতেই ফুসফুসের পরিস্থিতি দেখতে এই নির্দেশনা দেয়া হয়। মাশরাফিকেও সেই নির্দেশনা দেয়া হয়েছে। তার পরিবার সেই এক্সরে করানোর জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যোগাযোগ করেছে। মাশরাফির আগে থেকেই এ্যাজমার সমস্যা রয়েছে। বিভিন্ন সময়ে ক্রিকেট মাঠেও ব্যাগে করে তাকে ইনহেলার বহন করতে দেখা গেছে। আর সেজন্য তার এই চেকআপ অপরিহার্য। এ বিষয়ে মাশরাফির ছোট ভাই মোরসালিন সোমবার বিকেলে বলেন, ‘ভাই ভাল আছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়মিত খোঁজ খবর রাখছেন। করোনা হলে বুকের একটি ফলোআপ এক্সরে দেয়া হয়। ভাইকেও সেই এক্সরে করার পরামর্শ দেয়া হয়েছে। আমরা যোগাযোগ করছি হাতপাতালে। তবে ভাইয়ের বুকে কোন ব্যথা নেই। এটা এ্যাজমার টেস্ট নয়।’
×