ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে ঘোড়ার মাংস বিক্রির দায়ে দুই জনের জেল

প্রকাশিত: ২০:১৭, ২২ জুন ২০২০

রাঙ্গামাটিতে ঘোড়ার মাংস বিক্রির দায়ে দুই জনের জেল

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ ঘোড়াকে গরু সাজিয়ে মাংস বিক্রি করার দায়ে দুই মাংস বাবসায়ীকে ভ্রাম্যমান আদালত জেলে পাঠিয়েছেন। আজ সোমবার দুপুরে রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বিজার্ভ বাজারে ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসাবে বিক্রি করার সময় কয়েকজন ক্রেতার সন্ধেহ হয়। তারা মাংস বিক্রেতা নুরুল আবছার (৪৮) ও আয়ুব আলীকে (২৯) হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতে হাতে তুলে দেন। ভ্রাম্যমান আদালেতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তাদেরকে ৬দিনের জেলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। এই ঘটনায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । ২ মাংস বিক্রেতা লংগদু উপজেলা থেকে ঘোড়া জবাই করে রাঙ্গামাটি এনে গরুর মাংস হিসাবে বিক্রি করছিল।
×