ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আল্লাহর দলের সাত জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ২২:৪৩, ২২ জুন ২০২০

আল্লাহর দলের সাত জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আশকোনায় সাঁড়াশি অভিযান চালিয়ে আল্লাহর দলের ৭ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যা ব। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল হান্নান (৪৯), মেহেদী মোর্শেদ পলাশ (২৮), মোঃ সোহেল হোসেন (৩১), হাসান মাহমুদ (৩৫), মোঃ নাজমুল হাসান রাজু (২৪), মোঃ রেজাউল ইসলাম (৩১) ও মোঃ রবিউল ইসলাম (৩৩)। এ সময় তাদের কাছ থেকে জঙ্গী কার্যক্রমে উদ্বুদ্ধকরণে বই, ৫টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা, লিফলেট, আয়-ব্যয় ও বিভিন্ন হিসাবের ফরমসহ বিবিধ কাগজপত্র উদ্ধার করা হয়। র্যা ব অধিনায়ক লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল ও আল্লাহর সরকার’ এর সদস্য বলে স্বীকার করেছে। র্যা ব জানিয়েছে- ১৯৯৫ সালে জঙ্গী মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে ‘আল্লাহর দল’ নামক জঙ্গী সংগঠনটি গড়ে ওঠে। ২০১৪ সালে মতিন মেহেদীর গোপন নির্দেশে এটি ‘আল্লাহর সরকার’ নামকরণ করা হয়। এই সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করে তোলা এবং তাদের নিজেদের কাঠামো অনুযায়ী শাসন ব্যবস্থা গড়ে তোলা। তারা সংগঠনটির কেন্দ্রীয় সর্বোচ্চ পদকে ‘তারকা’ হিসেবে চিহ্নিত করে। এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে রয়েছে অধিনায়ক, অতিরিক্ত অধিনায়ক, উপ-অধিনায়ক, যুগ্ম-অধিনায়ক, সহঅধিনায়ক, নিয়ন্ত্রক এবং নির্বাহী প্রভৃতি এবং আঞ্চলিক কাঠামোতে রয়েছে পর্যায়ক্রমে বিভাগীয় নায়ক, জেলা নায়ক, থানা নায়ক, গ্রাম নায়ক এবং সদস্য। তাদের মতে বর্তমানে যুদ্ধাবস্থা চলছে বিধায় তারা ঈদ, কোরবানি, হজ ইত্যাদি পালন করে না; জুমার নামাজ আদায় করে না এবং প্রতি ওয়াক্তের শুধু ২ রাকাত নামাজ আদায় করে। এমনকি ইসলামের কালেমার সঙ্গে শেষ নবীর নাম যুক্ত করার ক্ষেত্রেও তাদের ভিন্নমত রয়েছে। তারা মনে করে বর্তমান সময়ের জন্য জঙ্গী মতিন মেহেদী আল্লাহর বিশেষ দূত হতে পারে। গ্রেফতারকৃত জঙ্গীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ আব্দুল হান্নান (৪৯) ২০০৮ সালে মতিন মেহেদীর কাছে বায়াত গ্রহণের মাধ্যমে এই জঙ্গী সংগঠনে যোগদান করে। সে এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে। সে ২০১৫ সালে নিয়ন্ত্রক (শপথ প্রতিনিধি) পদে দায়িত্ব গ্রহণ করে এবং অদ্যাবধি একই দায়িত্বে বহাল আছে।
×