ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নকল মাস্ক তৈরির চার সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২২:৪২, ২২ জুন ২০২০

নকল মাস্ক তৈরির চার সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চলমান করোনা মহামারীতে মাস্কের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এই সুযোগে নকল মাস্ক তৈরির একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে। এরকমই একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হচ্ছে, নকল মাস্ক কোম্পানির মালিক খালিদ ইমরান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেহান ইউসুফ, আব্দুল সোবহান, জিতু চন্দ্র দাশ ও ওসমান গণি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল মাস্ক উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনাকারী সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান জনকণ্ঠকে জানান, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার ওয়ারীর নারিন্দার ভূতের গলিতে একটি কারখানায় অভিযান চালায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগ।
×