ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার এ সময়ে

প্রকাশিত: ২২:২০, ২২ জুন ২০২০

করোনার এ সময়ে

* বাচ্চারা অনেকদিন ঘরে আটকানো। * এ দুঃসময় কাটানো খুব দায়। * সৃষ্টিশীল কাজে তাদের সময় কাটানো উচিত। * কিন্তু বেশিরভাগ সময় তারা কাটাচ্ছে মোবাইলে। * স্ক্রীন এ্যাডিক্ট হয়ে উঠছে শেষকালে। * আর সব এ্যাডিকশনের মতন স্ক্রীন এ্যাডিকশনের মনের ওপর প্রভাব কম নয়। * সে খিটখিটে হয়ে যায়। * সে নিদ্রাহীনতায় ভুগতে পারে। * সে সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়বে আস্তে আস্তে। * আস্তে-ধীরে তার নেট এবং ফোনের ওপর নির্ভরতা বাড়তে থাকে। * সবচেয়ে ভাল -বাচ্চাকে পড়াশোনা, গানবাজনা ও সাহিত্য পাঠ প্রাত্যহিক জীবনের ছন্দে গেঁথে দেয়া। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×