ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে টাঙ্গাইল পাবনা ও নওগাঁয় ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:০৪, ৬ জুন ২০২০

বজ্রপাতে টাঙ্গাইল পাবনা ও নওগাঁয় ৯ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতের পৃথক ঘটনায় বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল, পাবনা ও নওগাঁয় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইলে আলাদা স্থানে বজ্রপাতে স্কুলশিক্ষার্থী ও শ্রমিকসহ ৪ জন, পাবনায় অনুরূপ বজ্রপাতে ৪ জন এবং নওগাঁয় ১ জনের মৃত্যু হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলা, দেলদুয়ার, নাগরপুর এবং ঘাটাইল উপজেলায় পৃথক বজ্রপাতে স্কুলশিক্ষার্থী ও ধানকাটা শ্রমিকসহ ৪ জন মারা গেছে। মৃত ব্যক্তিরা হলো সদর উপজেলার ধরেরবাড়ী পশ্চিমপাড়া এলাকার আইয়ুব মিয়ার ছেলে শিক্ষার্থী অনিক (১৫), ঘাটাইল উপজেলার সাধুর গলগন্ড গ্রামের কুজরত আলীর স্ত্রী সখিনা বেগম (৪৫) এবং নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের করিম মিয়ার ছেলে নাসির মিয়া (৩৫)। অন্য একজনের নাম পাওয়া যায়নি। পাবনা ॥ পাবনায় আলাদা বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাত বছরের এক শিশু। এদের মধ্যে সদর, চাটমোহর, আটঘরিয়া ও সুজানগর উপজেলায় একজন করে মারা যায়। নিহতরা হলেন চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের কৃষি শ্রমিক শফিকুল ইসলাম (২৫), সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক জলিল সরদার (৫০) ও পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের তেলিগ্রামের কলেজছাত্র নুরুজ্জামান মোল্লা (১৯)। নওগাঁ ॥ রাণীনগরে বজ্রপাতে মিজানুর রহমান মিঠু আকন্দ (৪০)নামে এক কৃষক মারা গেছেন। উপজেলার লোহাচুড়া গ্রামের দক্ষিণপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। মিঠু আকন্দ লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আয়েজ উদ্দিন আকন্দের ছেলে।
×